• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

ভাষা সৈনিক ওসমান গণি মারা গেছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মার্চ ২০১৯, ১৩:১২

ভাষা সৈনিক ও প্রবীণ আইনজীবী ওসমান গণি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ভাষা সৈনিক ওসমান গনি বেশকিছু দিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। দুই সপ্তাহ আগে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয় ভাষা সংগ্রাম কমিটির অন্যতম এই সদস্যকে।

------------------------------------
আরো পড়ুন: রামপাল বিদ্যুৎকেন্দ্রের ক্রেন দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত
------------------------------------

ওসমান গণি চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আজ রোববার চাঁপাইনবাবগঞ্জে বাদ আসর এই ভাষা সৈনিকের জানাজা শেষে শহরের রেহাইচর ঈদগাহ কবরস্থানে দাফন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র ছিলেন ওসমান গণি। ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিনের অন্যতম সহযোগী। ১৯৫২ সালে মায়ের ভাষা প্রতিষ্ঠায় ভাঙেন ১৪৪ ধারা। তবে ভাষার জন্য লড়াই করা এই বীর মৃত্যুর আগ পর্যন্ত পাননি একুশে পদক কিংবা রাষ্ট্রীয় কোনও মর্যাদা।

ওসমান গণির মৃত্যুতে বুদ্ধিজীবী, আইনজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন:

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাষা সৈনিক আবদুল গফুর আর নেই
সঙ্গীতশিল্পী সনজীদা খাতুনের ৯১তম জন্মদিন আজ
নড়াইলে ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন