• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিকৃবি ছাত্র হত্যা: আজ ক্লাস-পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি

  ২৪ মার্চ ২০১৯, ১৪:৩৮

সিকৃবির ছাত্র মো. ওয়াসিম আফনানকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করেছে। অপরদিকে বিশ্ববিদ্যালয়টির রোববারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

রোববার সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার দিকে তারা সিলেট নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

শিক্ষার্থীদের অবরোধে চৌহাট্টার চারদিকে শত শত গাড়ি আটকা পড়ে। দীর্ঘ যানজটে আটকা পড়েছেন হাজারো পথচারী ও অফিসগামী ব্যক্তিরা।

শিক্ষার্থীরা ‘এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড’, ‘ওয়াসিম হত্যার বিচার চাই’, ‘আমার ভাই মরলো কেনো, বিচার চাই, নিরাপদ সড়ক চাই’এরকম স্লোগানে প্রকম্পিত করে তোলে সিলেটের চৌহাট্টাস্থ রাজপথ। এসময় শিক্ষার্থীরা ওয়াসিম হত্যার প্রতিবাদে বাসচালক ও হেলপারের ফাঁসি কার্যকর, ঘাতক ‘উদার’পরিবহন বাসের রুট পারমিটসহ লাইসেন্স বাতিল এবং কোনও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না বলে হুঁশিয়ারি দেন।

ওয়াসিম আফনান নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়টির রোববারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক ফয়সাল খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াসিমসহ ১১ জন শিক্ষার্থী হবিগঞ্জের দেবপাড়ায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। শনিবার বিকেলে ফেরার পথে তারা ময়মনসিংহ-সিলেট রোডের উদার পরিবহনের একটি বাসে ওঠেন। ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে তাদের বিবাদ হয়। একপর্যায়ে বাসের হেলপার ওয়াসিমসহ আরেকজনকে ধাক্কা দেন। এতে ওয়াসিম বাস থেকে পড়ে যান এবং পেছনের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়।

ওয়াসিমকে দ্রুত প্রাইভেটকারে করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। রাকিব হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত শিক্ষার্থীরা বাসটি আটক করেন। ততক্ষণে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে মৌলভীবাজার সদর থানা পুলিশ বাসটি জব্দ করে।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে ব্যবসায়ী হত্যা, দুই ছেলে ও বাবার মৃত্যুদণ্ড
রাজধানীতে আজও ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
ঢাকা থেকে সিলেটের সাবেক কাউন্সিলর লায়েক গ্রেপ্তার
এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন হেম্প