ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভারতের নতুন সরকারের আমলে তিস্তা চুক্তি হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি

শুক্রবার, ২৪ মে ২০১৯ , ০৭:৫৬ পিএম


loading/img
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ছবি: আরটিভি অনলাইন

ভারতের মোদি সরকারের সাথে বাংলাদেশের সব সময় সম্পর্ক ভালো ছিল। এখনো থাকবে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আশা করি নতুন এই সরকারের আমলে তিস্তা চুক্তি হবে।

বিজ্ঞাপন

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় শেষে আরটিভির কাছে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিটি করপোরেশন মিলনায়তনে আজ শুক্রবার বিকেল তিনটা থেকে এ মতবিনিময় সভা শুরু হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে ভারতের ৫৪টি নদীর সম্পৃক্ততা আছে। তিস্তা নদী চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকার অনেক আগেই অনুমোদন দিয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। আশা করি নতুন সরকারের আমলে তিস্তা চুক্তি হবে।

বিজ্ঞাপন

পাকিস্তানের ভিসা নিয়ে মন্ত্রী আরও বলেন, পাকিস্তানের ভিসা বাংলাদেশ বন্ধ করেনি। বরং বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছে পাকিস্তান সরকার। বাংলাদেশ এখনও তাদেরকে ভিসা দিচ্ছে। ইসলামাবাদে ভিসা সেন্টারে বাংলাদেশের জনবল না থাকায় এই জটিলতা সৃষ্টি হয়েছে। কারণ আমাদের কনস্যুলারকে তারা ভিসা দেয়নি। তবে এই সমস্যাটি শিগগিরই সমাধান হবে।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |