• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

১০০ টাকায় পুলিশে চাকরির প্রচারণা (ভিডিও)

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ জুলাই ২০১৯, ১১:৫৭

পুলিশ বা সরকারি চাকরিতে নিয়োগ পেতে দরকার লাখ লাখ টাকা। ধরতে হয় মধ্যস্থতাকারী বা দালাল। সাধারণ মানুষের এমন এই ধারণাকে পাল্টে দিতে অভিনব প্রচারণায় নেমেছে বগুড়া পুলিশ প্রশাসন। তারা বলছেন, সামনে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ঘুষ বা তদবির নয়, লাগবে শুধু সরকারি ফি ১০০ টাকা।

পুলিশ কনস্টেবল পদে নিয়োগে কোনো তদবির বা ঘুষ নয়, মাত্র ১০০ টাকা খরচ করেই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাওয়া যাবে এমন প্রচারণায় মুখর এখন বগুড়া।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম বদিউজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, সরকার নির্ধারিত ১০০ টাকা ফি ছাড়া চাকরি প্রার্থীদের কোনো ঘুষ বা তদবির না করতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি দালাল ধরতে চলছে অভিযান।

নিয়োগ বাণিজ্য ঠেকাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বগুড়ায় সব শ্রেণি-পেশার মানুষ।

প্রভাবশালীদের হস্তক্ষেপ আর দালালচক্রের কারণে সমালোচনার শীর্ষে থাকা এ পরীক্ষায় এবার যেকোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

আগামীকাল ৩ জুলাই ট্রেইনি রিক্রুট কনেস্টবল পদে বগুড়ায় সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে ৫৪ জনকে; যার মধ্যে ৪৬ জন পুরুষ ও ৮ জন নারী।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্টারমারের নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছিল আওয়ামী লীগ
১০০ টাকা মোবাইল রিচার্জে করই দিতে হবে ৫৬ টাকা ৩০ পয়সা
জুলাই অভ্যুত্থানে আহতদের ১০০ জন পাচ্ছেন পুলিশে চাকরি
নতুন বই নিতে ১০০ টাকা করে নিয়েছে প্রতিষ্ঠান, অভিভাবকদের ক্ষোভ