ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মুন্সীগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৯ , ০৮:৫৭ এএম


loading/img

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আপন ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের ছেলে জসিম মোল্লা।

বিজ্ঞাপন

গতকাল সোমবার উপজেলার পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরেই ঘাতক মোতালেব মোল্লা (৩২) পালিয়ে গেছে। নিহত ব্যক্তির নাম কাদের মোল্লা (৬৫)।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকালে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পাঁচগাঁও বাজারে কাদের মোল্লার সঙ্গে কথা কাটাকাটি হয় তার ভাই বাদশা মোল্লা ও তার ছেলে মোতালেব মোল্লার। এরই একপর্যায়ে তারা কাদের মোল্লাকে পিটিয়ে আহত করে।

বিজ্ঞাপন

এ সময় মোতালেব মোল্লা তার হাতে থাকা ছুরি দিয়ে কাদের মোল্লাকে কুপিয়ে জখম করে। কাদের মোল্লা মাটিতে লুটিয়ে পড়েন। বাবাকে বাঁচাতে এলে জসিম মোল্লাকেও কুপিয়ে আহত করে মোতালেব মোল্লা।

আহত জসিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মোতালেব মোল্লা পালিয়ে যান। স্থানীয়রা আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে কাদের মোল্লা মারা যান। আহত জসিমকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ মো. আওলাদ হোসেন আরটিভি অনলাইনকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ভাতিজাকে আটকের চেষ্টা চলছে।

আরো পড়ুন:

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |