• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়

হিলি প্রতিনিধি

  ১২ আগস্ট ২০১৯, ১১:৪৩
হিলি

মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সদস্যরা।

সোমবার সকাল ১০টার দিকে সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্যরেখায় হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার আলতাফ হোসেন ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক এসি ডিএস সান্ধুর হাতে ১০ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় বিএসএফের পক্ষেও বিজিবিকে ৫ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। পরে দুই বাহিনীর সদস্যরা একে-অপরে কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিজিবির সুবেদার চাঁন মিয়া ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার জগদীশপ্রসাদসহ দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: অপশক্তির মূল উৎপাটনই আজকের প্রার্থনা: কাদের
---------------------------------------------------------------

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন জানান ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা প্রতিবেশি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সঙ্গে মিষ্টি বিনিময় করেছি। আমাদের দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখতে বিভিন্ন উৎসব ও দিবসগুলোতে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে
কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ, আতঙ্কে সীমান্তবর্তীরা
বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, সীমান্তে নির্মাণ কাজ বন্ধ 
বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক