• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ১৯ আগস্ট ২০১৯, ১৮:০৬
চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ
চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী।

গতকাল রোববার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় ওই ঘটনা ঘটে।

পরে রোববার রাতেই নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে আজ সোমবার দুপুরে অভিযুক্ত সুলতান আহমেদকে (২১) গ্রেপ্তার করে পুলিশ।

সুলতান একই এলাকার তুরাপ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ার এক দিনমজুরের শিশুকন্যা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। রোববার দুপুরে ওই দিনমজুরের বাড়িতে একা পেয়ে শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে সুলতান। পরে শিশুটি তার বাবা মাকে ঘটনাটি জানায়। ঘটনার দিন রাতেই নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত সুলতানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
এক দশক ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ, স্বামীর কারাদণ্ড
লক্ষ্মীপুরে ধর্ষণের ঘটনায় ২ যুবক গ্রেপ্তার
প্রেম না করায় তুলে নিয়ে ধর্ষণ-নির্যাতন, মাদ্রাসা ছাত্রীর মৃত্যু