ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

মিয়ানমারের তদন্ত দল কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি

সোমবার, ১৯ আগস্ট ২০১৯ , ০৮:৪২ পিএম


loading/img
মিয়ানমারের তদন্ত দল কক্সবাজারে ।। ছবি: সংগৃহীত

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের সরেজমিনে সাক্ষ্য নিতে কক্সবাজারে পৌঁছেছে মিয়ানমারের তদন্ত দল। 

বিজ্ঞাপন

আজ সোমবার (১৯ আগস্ট) সকালে ১১টার দিকে দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে বিশ্রামের জন্য তাদের নিয়ে যাওয়া হয় হোটেল রয়েল টিউলিপে। পরে দুপুরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম এর কার্যালয়ে তার সঙ্গে বৈঠকে বসেন। 

বৈঠকে জানানো হয়, এই কমিশনের সদস্যরা আগামী মাসে রোহিঙ্গাদের সাক্ষ্য গ্রহণ করবে। দলটি মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের সাথে কথা বলবেন।

বিজ্ঞাপন

---------------------------------------------------------------
আরো পড়ুন: চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
----------------------------------------------------------------

বৈঠকে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। তিনি জানান, এই অগ্রগামী দলের পর আরেকটি দল আসবে। তারা রোহিঙ্গা ক্যাম্পে কিভাবে কাজ করবে না করবে সেটি তদন্ত করার জন্য এই টিমের কক্সবাজারে আসা।

কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ফিলিপাইনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রোজারিও মানালো। কমিশনের অন্য সদস্যরা হলেন- মিয়ানমারের সাংবিধানিক ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান মিয়া থেইন, জাতিসংঘে জাপানের সাবেক স্থায়ী প্রতিনিধি কেনজো ওশিমা এবং ইউনিসেফের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. অন তুন থেট।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |