ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সিআইডি কর্মকর্তা নিহত

টঙ্গী প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯ , ১১:৪৪ এএম


loading/img
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সিআইডি কর্মকর্তা নিহত

গাজীপুরের উলুখোলা এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক সিআইডি ইন্সপেক্টর নিহত হয়েছেন। আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত মোশারফ হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (‌জিএম‌পি) পূবাইল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সো‌হেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে পরিদর্শক মোশারফ হোসেন মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় পূবাইলের উলুখোলা এলাকায় মোটরসাইকেলটি পৌঁছলে পেছনের দিক থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোশারফ হোসেন মারা যান। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের আবেদনে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |