ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পদ্মার পানি শোধনাগার প্রকল্প চালু হচ্ছে ১০ অক্টোবর

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯ , ০১:৩৫ পিএম


loading/img

অবশেষে চালু হতে যাচ্ছে মুন্সীগঞ্জের লৌহজংয়ের যশলদিয়ায় পদ্মা নদীর পানি শোধনাগার প্রকল্প। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। উদ্বোধনের পর বিতরণ লাইনের কাজ পুরোপুরি শেষ হলে রাজধানীতে প্রতিদিন ৪৫ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এমপি। যশলদিয়ায় পদ্মার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন শেষে এসব কথা জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা পাড়ে যশলদিয়া গ্রামে নদীর পানি শোধনাগারের কাজ প্রায় শেষ হয়েছে। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

এ উপলক্ষে প্রকল্পের সবশেষ অবস্থা দেখতে সোমবার সেখানে যান এলজিইডিমন্ত্রী। প্রকল্পটি ঘুরে দেখে সাংবাদিকের সংগে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী এ সময়, ওয়াসাসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানের দুর্নীতিরোধে ব্যবস্থা নেয়ার কথা জানান।

ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ লাইনের কাজ পুরোপুরি শেষ হলে প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। তার আগ পর্যন্ত ২৩ কোটি লিটারের মতো পানি পরীক্ষামূলকভাবে ঢাকা শহরে সরবরাহ করা হবে।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |