ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে পদ্মার পানি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪ , ০৩:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।  

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পাংখা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বাড়লেও সর্বশেষ ১২ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। পদ্মায় বিপৎসীমা ধরা হয় ২২ দশমিক ০৫ মিটার। বর্তমানে পানির স্তর ২০ দশমিক ৫৫ মিটার। অর্থাৎ এখনও পানির স্তর বিপৎসীমার দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

প্রকৌশলী ময়েজ উদ্দীন আরও বলেন, পানি বৃদ্ধির যে হার, তাতে এখনও আকস্মিক বন্যার আশঙ্কা নেই এ অঞ্চলে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |