বিয়েতে যৌতুক দেড় লাখ টাকা। অবশ্য কনেকেও দেওয়ার কথা চার ভরি সোনা। কিন্তু বিয়েতে নকল সোনার গহনা এনে আম-ছালা দুটিই হারিয়েছে বর। বিয়েতো ভেঙেই গেছে, সেইসঙ্গে জরিমানা ও খেতে হয়েছে ধুমধাম মার।
গেল শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের বন্দর থানার নয়ামাটি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবকের নাম মো. হৃদয় মিয়া (২২)। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের তাজপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তার সঙ্গে পার্শ্ববর্তী ধামগড় ইউনিয়নের নয়ামাটি গ্রামের এক তরুণীর (১৮) বিয়ের তারিখ ঠিক হয়। ঘটকের মধ্যস্থতায় এই বিয়েতে কনেকে চার ভরি স্বর্ণালঙ্কার দেওয়ার চুক্তি হয়।
---------------------------------------------------------------
আরো পড়ুন: হোটেলটি থেকে বস্তাভর্তি কনডম উদ্ধার, আছে ইয়াবাও
---------------------------------------------------------------
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের আগ মুহূর্তে কনেপক্ষ স্বর্ণালঙ্কার দেখতে চান। বরপক্ষও চার ভরি সোনার গহনা বের করে দেয়। কিন্তু গহনা দেখে কনেপক্ষের সন্দেহ হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গয়নাগুলো যাচাই করে এক স্বর্ণালঙ্কার নকল বলে জানান।
এ সময় গ্রামবাসী ও কনের স্বজনরা বর ও ঘটককে পিটুনি দিয়ে বিয়ে বাতিল করে দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এক সালিশ বৈঠক করে কনেপক্ষের ক্ষতিপূরণ বাবদ বরপক্ষ দুই লাখ টাকা জরিমানা করে। এই জরিমানার টাকা আগামী ৪০ দিনের মধ্যে দিতে হবে।
মুছাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি