• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

প্রক্টর শৈবালের নেতৃত্বে জাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা (ভিডিও)

সাভার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ অক্টোবর ২০১৯, ১২:৩৭
জাবি প্রক্টর আন্দোলন শিক্ষার্থী হামলা
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের বিরুদ্ধে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন দুজন শিক্ষার্থী।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে অ্যাকাডেমিক কার্যালয়ের গেট বন্ধ করে অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরপূর্বক একাডেমিক কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেন সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল। পরে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশে বাধা দিলে তিনি জোর করে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরী জয়সহ দুই শিক্ষার্থী আহত হন।

পরে সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা।

এদিকে সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল অভিযোগ করেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকেসহ আরেকজন শিক্ষককে মারধর করেছে। তিনি এখন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে ক্যাম্পাসে টানা চতুর্থ দিনের মতো সর্বাত্মক ধর্মঘট ও উপাচার্যের কার্যালয় অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।

জেবি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৩ ফিলিস্তিনি
জাতীয় পার্টির অফিসে হামলার নিন্দা জানালেন রিজভী
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত
রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে পদত্যাগ করতে বললেন চরমোনাই পীর