ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল উদ্ধার

নাটোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

বুধবার, ০৬ নভেম্বর ২০১৯ , ১১:৪০ এএম


loading/img
কালিকাপুর গ্রামীণ টাওয়ার এলাকা থেকে গুলিসহ পরিত্যক্ত পিস্তলটি উদ্ধার করছে পুলিশ

নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে এক রাউন্ড তাজা গুলিসহ একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

গেল রোববার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর গ্রামীণ টাওয়ার এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস আরটিভি অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বনপাড়া কালিকাপুর টাওয়ার এলাকার জমির পাশে একটি পিস্তল পড়ে আছে। পরে রাত সাড়ে আটটার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি পড়ে থাকতে দেখি।  খবরের কাগজ ও কসটেপ দিয়ে মোড়ানো ছিল পিস্তলটি।

বিজ্ঞাপন

বিষয়টি  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকৃত পিস্তলটি থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি পরে খতিয়ে দেখা হবে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |