• ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
logo

মানিকগঞ্জে ব্লেন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ মা-মেয়ের মৃত্যু, ছেলের অবস্থাও আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ০৬ নভেম্বর ২০১৯, ১৮:৫৫
মানিকগঞ্জে ব্লেন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ মা-মেয়ের মৃত্যু, ছেলের অবস্থাও আশঙ্কাজনক
মানিকগঞ্জে ব্লেন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ মা-মেয়ের মৃত্যু, ছেলের অবস্থাও আশঙ্কাজনক

টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেল অগ্নিদগ্ধ মা আসমা বেগম (৫০) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭)।

আজ বুধবার (৬ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আধাঘণ্টার ব্যবধানে তারা মারা যান। স্ত্রী ও কন্যাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মুন্নু ফেব্রিক্সের ইলেকট্রিক্যাল বিভাগের কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়া।

মানিকগঞ্জের গিলন্ড এলাকায় ইব্রাহিম মিয়া জানান, শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার পর বাসায় তার স্ত্রী আসমা বেগম (৫০) ব্লেন্ডার দিয়ে চালের গুড়ি বানাচ্ছিলেন। ওই কক্ষে নবম শ্রেণি পড়ুয়া ছেলে আরিফ জামা-কাপড় ইস্ত্রি করছিল। আর খাটের ওপর বসা ছিল একমাত্র শিশু কন্যা সুমাইয়া। এসময় হঠাৎ বিকট শব্দে রুমে আগুন ধরে যায়। এতে মা, মেয়ে ও ছেলে অগ্নিদগ্ধ হয়। তাদেরকে দ্রুত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করে।

আসমা বেগমের শরীরের ৯০ ভাগ, সুমাইয়ার শরীরের ৮০ ভাগ এবং আরিফের শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়।

বুধবার বিকেলে মা-মেয়ের মরদেহে ঢাকা থেকে গিলন্ড আনা হলে সেখানে নেমে আসে শোকের ছায়া। সন্ধ্যার আগে গিলন্ড কবরস্থানের তাদের দাফন করা হয়। এর আগে সেখানে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এসএস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু
ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৯
আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া নারীর মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু