টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
‘লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এর প্রতিষ্ঠাবার্ষির্কী এবং গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আইডিইবি এর টাঙ্গাইল জেলা শাখার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। সংগঠনের সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মীর মহাম্মদ হোসেন চুন্নু, সহ-সভাপতি মাসুদুর রহমান, যুগ্ম-সম্পাদক এ এইচ এম জাহাঙ্গীর আলম খান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল মান্নান তালুকদার, চাকরি বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন, জনসংযোগ ও প্রচার সম্পাদক শাহরিয়ার মো. নাজমুল আহসান।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পি
মন্তব্য করুন