• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে তিন পেঁয়াজ বিক্রেতাকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ নভেম্বর ২০১৯, ১৮:৫২
পেঁয়াজ জরিমানা আদালত
নারায়ণগঞ্জে পেঁয়াজের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তিন দোকানিকে জরিমানা করেছেন আদালত।

শনিবার সকালে নগরীর প্রধান কাঁচাবাজার দিগুবাবুর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন ও ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্তকর্তা শাহজাহান হালদার এবং পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে শহরে পেঁয়াজের পাইকারি দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিনটি পেঁয়াজের আড়তদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পেঁয়াজের দাম বেশি না রাখার জন্যও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে ভেজাল গুড় কারখানায় অভিযান, জরিমানা
ধামরাইয়ে ২ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা
কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম