তুলা চাষে আগ্রহী হচ্ছেন শেরপুরের চাষীরা (ভিডিও)
শেরপুরের চরাঞ্চলে তুলা চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেকেই। উৎপাদন খরচ কম ও দাম ভালো পাওয়ায় আগ্রহী হচ্ছেন তারা। তুলা চাষ আরো বাড়াতে চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে তুলা উন্নয়ন বোর্ড।
সেচ সমস্যার কারণে শেরপুরের চরাঞ্চলের বেশিরভাগ জমিতে ধানের আবাদ করা ছিল চাষিদের জন্য কষ্টসাধ্য। খরচের টাকা তুলতে না পেরে বছরের পর বছর জমি ফেলে রাখতেন চাষিরা। এখন এসব জমিতে তুলা চাষ করে স্বচ্ছ্বলতার মুখ দেখতে শুরু করেছেন চাষিরা।
তুলা উন্নয়ন বোর্ডের তথ্যমতে শেরপুর জেলা সদর, নকলা ও শ্রীবরদী উপজেলায় এবার প্রায় ৬০ হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। যা গতবারের তুলনায় দ্বিগুণ। চাষিরা জানান, লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন তুলা চাষে।
তুলা উন্নয়ন বোর্ড এর ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. শেফালী রানী মজুমদার বলেন, চরাঞ্চলের কৃষকদের তুলা চাষে উদ্বুদ্ধ করতে সার ও বীজ সরবরাহ করা ছাড়াও প্রশিক্ষণ দিচ্ছে তুলা উন্নয়ন বোর্ড।
তুলার উৎপাদন বাড়াতে পারলে দেশের চাহিদা পূরণে অনেকটাই সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
পি
মন্তব্য করুন