ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

পেঁয়াজ আমদানিকারক ৮ প্রতিষ্ঠানকে শুল্ক অধিদপ্তরে তলব

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ , ১০:০৪ এএম


loading/img

কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানোর অভিযোগে হিলি স্থলবন্দরের ৮টি আমদানিকারক প্রতিষ্ঠানকে তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানগুলোকে সশরীরে সংস্থাটির কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে করে পণ্যের ইনভয়েস, বিল অব এন্ট্রি ও এলসিসহ যাবতীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গোয়েন্দা অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাদেরকে ডেকে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও খান ট্রেডার্সের সত্ত্বাধিকারী হারুন উর রশিদ হারুন।

আমদানি কারক ৮টি প্রতিষ্ঠান হলো- রায়হান ট্রেডার্সের মালিক শহিদুল ইসলাম, সুমাইয়া ট্রেডার্সের মালিক সাইফুল ইসলাম, সালেহা ট্রেডার্সের মালিক সেলিম রেজা, এম আর ট্রেডার্সের মালিক মনোয়ার হোসেন, ধ্রুব ফারিয়া ট্রেডার্সের মালিক নাজমুল হক চৌধুরী, খান ট্রেডার্সের মালিক হারুন উর রশিদ হারুন, জগদীশ ট্রেডার্সের মালিক শ্যামল রায় ও বিকে ট্রেডার্সের মালিক।

বিজ্ঞাপন

এজে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |