ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

আটক বাংলাদেশি ১৭ জেলেকে ছেড়ে দিলো মিয়ানমার

আরটিভি অনলাইন ডেস্ক

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯ , ০৯:৩৭ পিএম


loading/img

বঙ্গোপসাগরে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক বাংলাদেশি ১৭ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় রাতে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট তাদের হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, গতকাল রাতে সেন্টমার্টিন এলাকায় মাছ ধরতে গিয়ে বোটের ইঞ্জিল বিকল হয়ে আটকা পড়ে ১৭ বাংলাদেশি জেলে। ঢেউয়ের কারণে তাদের ফিশিং বোট মিয়ানমার সীমান্তে ঢুকে পড়ে।

বিজ্ঞাপন

এরপর বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করে মিয়ানমার নৌবাহিনী। বিষয়টি জানার পর উদ্ধার অভিযানের অংশ হিসেবে মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় শুক্রবার রাতে আটক বাংলাদেশি ১৭ জেলেকে হস্তান্তর করে তারা।

এজে

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |