ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ধুনটে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ , ০৬:৩৪ পিএম


loading/img

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ি গ্রামে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে তাদের জুয়া খেলার সময়ে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ। এরপর তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শামীম হোসেন (৩৭), রেজাউল করিম (৩০), আব্দুর রাজ্জাক (৪৬), নজরুল ইসলাম (৫০), হাসান আলী (৪২), মোখলেছার রহমান (৩৫), আবু রাসেল (২৫) ও সুজন মিয়া (৩০)।

বিজ্ঞাপন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান এ সব তথ্য নিশ্চিত করে বলেছেন, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শামীম হোসেনের নেতৃত্বে একদল জুয়াড়ি খোকাশাবাড়ি গ্রামে আসর বসিয়ে জুয়া খেলছিলেন। পরে পুলিশ খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে শামীম হোসেনসহ ৮ জনকে গ্রেপ্তার করে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা কৌশলে পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

এজে

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |