ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা

জামালপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ , ০৩:২৭ পিএম


loading/img
জামালপুর প্রেসক্লাবে দৈনিক পল্লীকণ্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক শেলু আকন্দের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক শেলু আকন্দের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে জামালপুরের কর্মরত সাংবাদিকরা। এ সময় বক্তারা হামলার সঙ্গে জড়িত জামালপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুকে দলীয় ও কাউন্সিলর পদ এবং তার ছেলে রাকিব খানকে জেলা ছাত্রলীগের ধর্ম বিষয় সম্পাদক পদ থেকে বহিষ্কার করার দাবি জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার সময় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাংবাদিক সুশান্ত দেব কানু, মোস্তফা বাবুল, জাহাঙ্গীর আলম, দুলাল হোসাইন, মোস্তফা মঞ্জু, সুজিত রায়, জুলফিকার মো. জাহিদ হাবিব প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চলতি বছরের মে মাসে জামালপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি সংঘবদ্ধ চক্র জাল কাগজপত্র দিয়ে একটি দলিল সম্পাদন করতে যায়। পরে সাব-রেজিস্টার সেই দলিলটি জব্দ করেন। সেই ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক মোস্তফা মঞ্জুর উপর হামলা করেন সন্ত্রাসীরা। এই হামলার ঘটনায় জামালপুর সদর থানায় সাংবাদিক মোস্তফা মঞ্জু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ২নং সাক্ষী ছিলেন সাংবাদিক শেলু আকন্দ।

বিজ্ঞাপন

মামলার সাক্ষী হওয়ার ঘটনায় গত ১৮ডিসেম্বর রাত ১০টায় জামালপুর সদর ভূমি অফিসের পিছনে শহরের বাইপাস রোডে তাকে মেরে দুই পা ভেঙ্গে দেয় সেই সন্ত্রাসীরা। তিনি এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় সাংবাদিক শেলু আকন্দের বড় ভাই দেলোয়ার হোসেন আকন্দ বাদী হয়ে জামালপুর সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও  ৪-৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এই ঘটনায় জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এজে

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |