রাজশাহীতে প্রতিদিন সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। এতে রাজশাহীতে কমছে না শীতের তীব্রতা।
বুধবার রাজশাহীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে। সকাল থেকে রোদ থাকলেও তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া কর্মকর্তারা।
রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান, বুধবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন। রাজশাহীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।
এদিকে, তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের তীব্রতা। ফলে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে মানুষের ভিড়। আবার শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালে।
জেবি