ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ , ১১:৪৭ পিএম


loading/img
মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের নামে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার শহরের টাউন ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার (২৫ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। পৌর মেয়রের জনপ্রিয়তা ও তার ব্যক্তিগত সুনাম নষ্ট করার জন্যই একটি কুচক্রী মহল এই সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের উৎসাহ প্রদান করেছেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব,   পিরোজপুর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমনসহ আরও অনেকে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |