• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন কাল, কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১২ জানুয়ারি ২০২০, ১০:৩০
চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন কাল, কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

বোয়ালখালী, নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ থানা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন আগামীকাল সোমবার (১৩ জানুয়ারি)। এ উপলক্ষে ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার মধ্যে পাঠানো শুরু হয়েছে ভোটার সামগ্রী। ইভিএম মেশিনসহ নির্বাচনী সামগ্রী তুলে দেয়া হচ্ছে কর্মকর্তাদের হাতে।

১৭০টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ৭৪ হাজার ৪৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ১৯৮ জন আর মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ২৮৭ জন।

সকাল নয়টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত । এ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিসহ ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এসএস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকারের ২২৩ পদে নির্বাচন স্থগিত
সেনবাগে উপনির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ
এমপি আনারের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন নিয়ে ইসির প্রজ্ঞাপন