• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

বাগেরহাটে ৩ মণ জাটকা ইলিশসহ ট্রলার আটক

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ জানুয়ারি ২০২০, ১৪:৪৬
বাগেরহাটে ৩ মণ জাটকা ইলিশসহ ট্রলার আটক
বাগেরহাট

বাগেরহাটের পানগুছি নদী থেকে তিন মণ জাটকা ইলিশসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রলারের মাঝি মো. রমজান আলী ও মাছের আড়তদার ইসরাফিল সরদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার ভোররাতে জাটকা ইলিশসহ ট্রলারটি পানগুছি নদী থেকে আটক করা হয়।

কোস্টগার্ডের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হাকিম জানান, সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে একটি ট্রলার নিষিদ্ধ জাটকা ইলিশ নিয়ে বাগেরহাট যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার জন্য এমভি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. রমজান আলী ও আড়তদার বাগেরহাটের ইসরাফিল সরদারকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, কোস্ট গার্ড মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হাকিম উপস্থিত ছিলেন। ট্রলার থেকে উদ্ধার হওয়া জাটকা ইলিশগুলো শহরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়