ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বাসে মিলল ২০০ কেজি জাটকা

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ , ০৬:০৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে দুটি বাসে অভিযান চালিয়ে দুই শ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১১টা থেকে দেড়টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-খুলনা মহাসড়কের বাসন্ডা সেতু এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা এ অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এ সময় কুয়াকাটা থেকে বেনাপোলগামী কুয়াকাটা এক্সপ্রেসের সুপার ভাইজার এস এম রাহুল ও সেভেনস্টার পরিবহনের সুপার ভাইজার রুবেল হাওলাদারকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অংছিং মারমা বলেন, ইলিশ রক্ষায় কম্বিং অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। দুজনকে জরিমানা করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |