• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

জয়পুরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ জানুয়ারি ২০২০, ২১:১২
জয়পুরহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১
বিদেশী পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ, ছবি: আরটিভি অনলাইন

জয়পুরহাটে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ জহুরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

রোববার বিকেলে জয়পুরহাটের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান নিশ্চিত করেছেন।

তিনি জানান, জহুরুল সিএনজিতে করে জয়পুরহাট থেকে আক্কেলপুরে যাচ্ছিল। এ সময় তাকে বহনকারী সিএনজির গতিবিধি সন্দেহজনক হলে সড়ক ভবনের পাশে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার গতিরোধ করেন। পরে জহুরুলের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।

এদিকে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক জহুরুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এজে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭
মেছো বিড়াল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার ১২
পাকিস্তানে ইমরানপন্থিদের বিক্ষোভ, গ্রেপ্তার ১০০০