ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

সোমবার, ২০ জানুয়ারি ২০২০ , ০৪:৫৮ পিএম


loading/img
ব্রাহ্মণবাড়িয়ায় কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে শিক্ষক-শিক্ষর্থীদের মানববন্ধন, ছবি: সংগৃহীত

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার জেলা শহরের মেড্ডা বাসস্ট্যান্ড থেকে কাউতলী মোড় পর্যন্ত  দুই কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে শত শত মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মাওলানা সাজিদুর রহমান, মুফতি মোবারকউল্লাহ, আব্দুর রহিম কাশেমী, এনামুল হাসান ও কেফায়েত উল্লাহ।

বক্তারা বলেন, দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার প্রতি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মানবন্ধনের কারণে জেলার তিন শতাধিক কওমি মাদরাসা বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |