পিরোজপুরের কাউখালী উপজেলায় কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও অর্থায়নে এই সততা স্টোরের উদ্বোধন করা হয়।
‘দুর্নীতি করবো না দুর্নীতি মানব না দুর্নীতি সইবো না’ এই স্লোগানের মধ্য দিয়ে সততা স্টোরের উদ্বোধন শেষে স্কুল মিলনায়তনের অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, শিক্ষক আতিকুল ইসলাম পাবেল, আ. রহমান বিশ্বাস, শেখর চন্দ্র হালদার, শেখ মো. হারুন অর রশিদ ও ইউনিয়ন পরিষদের সদস্য আজম আলী খান।
জেবি