ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

কক্সবাজার থেকেই সরাসরি সেন্টমার্টিন যাওয়া যাবে জম্পেস জাহাজে

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

শনিবার, ২৫ জানুয়ারি ২০২০ , ০৫:০৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে সরাসরি জাহাজে যাওয়া যাবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই চালু হচ্ছে সরাসরি জাহাজ। কর্ণফুলী শিপ বিল্ডার্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

কক্সবাজার থেকে সেন্টমার্টিনের জাহাজ সার্ভিসটি পরিচালনা করবে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় থাকছে ফারহান এক্সপ্রেস ট্যুরিজম।

ফারহান এক্সপ্রেস ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে জাহাজটি উদ্বোধন করা হবে। এমভি কর্ণফুলী এক্সপ্রেস নামের উপকূলীয় সমুদ্রগামী জাহাজটির ভাড়ার তালিকা ও সময়সূচি এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

তবে সূত্র বলছে, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্ভিসটির বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে খুলনা থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়। সার্ভিসটি চালু হলে সুন্দরবনের সৌন্দর্যের পাশাপাশি ভোলা-হাতিয়া-নিঝুমদ্বীপ-কুতুবদিয়া-পতেঙ্গা-মহেশখালী-কক্সবাজার-ইনানী ও টেকনাফের দৃশ্যও উপভোগ করা যাবে।

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |