• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যাচেষ্টা, আটক ১

ফেনী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ জানুয়ারি ২০২০, ১৭:১৬
পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যাচেষ্টা, আটক ১
ফেনী

ফেনীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দেলোয়ার হোসেন স্টার লাইন ফুডপ্রোডাক্টস লিমিটেডের কর্মচারী। এদিকে, আশঙ্কাজনক অবস্থায় ওই সহকর্মী মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার দুপুরে স্টার লাইন ফুডপ্রোডাক্টস লিমিটেডের ফেনী-নোয়াখালী সড়কের কাশিমপুর কারখানায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্টার লাইন ফুডপ্রোডাক্টস লিমিটেডের ফেনী-নোয়াখালী সড়কের কাশিমপুর কারখানার কর্মচারী দেলোয়ার হোসেন কারখানার আরেক কর্মচারী মামুনকে পায়ুপথে বাতাস টুকিয়ে দেয়। এ সময় মামুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দেলোয়ার নিজেই ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে সে নিজেই সহকর্মী মামুনের পায়ুপথে বাতাস দেয়ার কথা স্বীকার করায় তাকে আটক করে পুলিশ।

এদিকে, কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মামুনের পায়ুপথে প্রেশার মেশিন দিয়ে বাতাস দেয়ার কারণে তার পেটের ভেতরের রেকটম ছিড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিসোর্টে আটক ১৬ ছাত্র-ছাত্রী, কাজী ডেকে বিয়ে দিলো এলাকাবাসী
শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী 
কবরে লুকানো ছিল অস্ত্র, আটক ১