ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যাচেষ্টা, আটক ১

ফেনী প্রতিনিধি, আরটিভি অনলাইন

শনিবার, ২৫ জানুয়ারি ২০২০ , ০৫:১৬ পিএম


loading/img
ফেনী

ফেনীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দেলোয়ার হোসেন স্টার লাইন ফুডপ্রোডাক্টস লিমিটেডের কর্মচারী। এদিকে, আশঙ্কাজনক অবস্থায় ওই সহকর্মী মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার দুপুরে স্টার লাইন ফুডপ্রোডাক্টস লিমিটেডের ফেনী-নোয়াখালী সড়কের কাশিমপুর কারখানায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্টার লাইন ফুডপ্রোডাক্টস লিমিটেডের ফেনী-নোয়াখালী সড়কের কাশিমপুর কারখানার কর্মচারী দেলোয়ার হোসেন কারখানার আরেক কর্মচারী মামুনকে পায়ুপথে বাতাস টুকিয়ে দেয়। এ সময় মামুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দেলোয়ার নিজেই ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে সে নিজেই সহকর্মী মামুনের পায়ুপথে বাতাস দেয়ার কথা স্বীকার করায় তাকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে, কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মামুনের পায়ুপথে প্রেশার মেশিন দিয়ে বাতাস দেয়ার কারণে তার পেটের ভেতরের রেকটম ছিড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |