ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

করোনাভাইরাস চিকিৎসায় হাসপাতালে নতুন কর্নার স্থাপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০ , ০৩:২৯ পিএম


loading/img
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল। ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের বিএমএ ভবনে একটি কর্নার স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার সকালে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই কর্নার স্থাপন করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্তদের সনাক্ত করার জন্য চীন ভ্রমণের ইতিহাস রয়েছে কিনা, যদি এক মাসের মধ্যে চীন ভ্রমণ করে থাকে সেক্ষেত্রে ভ্রমণকারীর জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট থাকলে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে হেলথ ডেস্ক কাজ করছে। তবে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত কাউকে সনাক্ত করা হয়নি।

বিজ্ঞাপন

এদিকে, স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের পক্ষ থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করা হচ্ছে। এছাড়াও জেলা  প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনার কথা জানানো হয়েছে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |