• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সিরাজগঞ্জে ১২ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৫
নাটক যুদ্ধ সন্তান
যুদ্ধ সন্তান নাটকের দৃশ্য

সিরাজগঞ্জে গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত ১২ দিনব্যাপী চলা জাতীয় নাট্যোৎসবের তৃতীয় দিনে নাট্য নিকেতনের নাটক যুদ্ধ সন্তান মঞ্চায়িত হয়েছে।

গেলো সোমবার সন্ধ্যায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে ৫২ এর ভাষা আন্দোলন ও ৭১ এর মুক্তিযুদ্ধের পেক্ষাপট নিয়ে রচিত নাটক যুদ্ধ সন্তান মঞ্চায়ন করে নাট্য সংগঠন নাট্য নিকেতন।

নাটকে অভিনেতাদের প্রাণবন্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করে। এ সময় অডিটরিয়ামে ছিল দর্শকে পরিপূর্ণ। এর আগে দুটি সাংস্কৃতিক সংগঠন নৃত্য পরিবেশন করে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে, সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত জাতীয় নাট্যোৎসবে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ অঞ্চলের এই উৎসব ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক মঞ্চায়ন হবে। উৎসবে জেলার গ্রুপ থিয়েটারভুক্ত ১৩টি সংগঠন নাটক মঞ্চায়ন করবে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেনরী ও তার স্বামী লাবুর বিরুদ্ধে দুদকে ২ মামলা
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা 
সিরাজগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা 
হিলিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন