• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মা হলেন সড়কের পাশে থাকা সেই নারী

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:০০
মা হয়েছেন সেই মানসিক ভারসাম্যহীন

পাপিয়ার বয়স ২ মাস ১৫ দিন পেরিয়ে গেছে। মা মানসিক ভারসাম্যহীন। নেই বাবার পরিচয়। বেড়ে উঠছে সরকারি আশ্রয় কেন্দ্রে। পরিবারের সবার আদর সোহাগে যে বয়সে বড় হওয়ার কথা, সেখানে পালিত হচ্ছে কাজের খালার হাতে। কত না অসহায় নিষ্পাপ শিশুটি। মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান। সেই পশুদের থাবায় সমাজ আজ ক্ষত-বিক্ষত। পশুত্বের লালসা থেকে বাদ যায় না মাতৃকুলের মানসিক ভারসাম্যহীনরাও।

টাঙ্গাইলের কালিহাতীর রাস্তা থেকে পাওয়া সেই মানসিক ভারসাম্যহীন মধ্য বয়সী মহিলা মা হয়েছেন। গত ২৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে গাজীপুরের কাশিমপুরের সরকারি আশ্রয় কেন্দ্রে মা ও মেয়ে দু’জনই শারীরিকভাবে সুস্থ আছেন।

সরেজমিনে আশ্রয় কেন্দ্রে গিয়ে জানা যায়, কন্যা শিশুটির নাম রাখা হয়েছে পাপিয়া। মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় শিশুটির দেখভালের জন্য শান্তা নামের একজনকে দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ। ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি পুনর্বাসন আইনে পরিচালিত সমাজসেবা অধিদপ্তরের অধীনে কাশিমপুর সরকারি আশ্রয় কেন্দ্রে বর্তমানে ১৪৪ জন আশ্রিত রয়েছেন। এরমধ্যে একমাত্র হৃদয় বিদারক ঘটনা মানসিক প্রতিবন্ধী মহিলা গর্ভবতী হয়ে এসে মা হয়েছেন।

আশ্রয় কেন্দ্রের দায়িত্বে থাকা উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, টাঙ্গাইলের কালিহাতীর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের নির্দেশ মোতাবেক আমরা এই মহিলাকে ভর্তি করি। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একাধিকবার চেকআপ ও গর্ভবতীর বিষয়টি নিশ্চিত করা হয়। প্রসব ব্যথা শুরু হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কন্যা সন্তানের জন্ম দেন।

জাকির হোসেন আরও বলেন, মানসিক ভারসাম্যহীন মা খেয়াল খুশিতো শিশুটিকে শুধু বুকের দুধ খাওয়ায়। মায়ের আদর ভালোবাসা ও দায়িত্ব কর্তব্য ছাড়াই বেড়ে উঠছে এতিম পাপিয়া। তবে সর্বাত্মক যত্ন করি। একটি নির্দিষ্ট সময় পর আমাদের এখানে শিশু লালন পালনের কোনও ব্যবস্থা নেই। মানসিক ভারসাম্যহীন মহিলাটি এখনো তার ঠিকানা পরিচয় কিছুই বলতে পারেন না। শুধু নাম পারভীন বলেই হেসে উঠেন।

কালিহাতীর প্রাক্তন ও বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, সেসময় দেশের বিভিন্ন গণমাধ্যমে এই গর্ভবতী মানসিক ভারসাম্যহীন মহিলার খবর পাই। পরে তাকে ২০১৯ সালের (১৮ আগস্ট) উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে কাশিমপুরের আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।

কালিহাতীর মাইস্তার জমশেদ নামের এক ব্যবসায়ী বলেন, গর্ভবতী মানসিক ভারসাম্যহীন মহিলাটি নিয়মিত খাবার না পেয়ে অসুস্থ হয়ে পরেছিল। গ্রামে বাড়ি বাড়ি গিয়ে খাবার চেয়ে খেত। খুব কষ্ট পেয়েছি। খবর প্রকাশের পর আশ্রয় কেন্দ্রে স্থান পাওয়ায় আমাদের ভালো লেগেছে। এরকম নির্মম ভাগ্য কারো যেন আর না হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন বলেন, শিশুটির বয়স ছয় মাস পূর্ণ হলে সার্বিক কল্যাণের জন্যে ঢাকার আজিমপুরের ছোটমণি নিবাসে প্রেরণ করা হবে। সেখান থেকে এই এতিম মেয়েটিকে যথাযথ প্রক্রিয়া মোতাবেক আগ্রহী ব্যক্তিরা নিতে পারবেন। আর মায়ের পরিবারের খোঁজ পাওয়া গেলে সবচেয়ে ভালো হয়।

টাঙ্গাইল জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ বলেন, একজন মানসিক ভারসাম্যহীন মহিলা গর্ভবতী হয়ে মা হয়েছেন। এর থেকে জঘন্য কি হতে পারে? দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দরকার। যাতে এ ধরনের ঘটনা সমাজের আর না ঘটে। তা না হলে বড় হয়ে পাপিয়া একদিন যখন জানতে পারবে তার জন্মসূত্র। তখন সমাজের প্রতি তার অনেক ঘৃণা জন্ম নিবে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-মা হয়েছেন যেসব তারকা
পাপিয়া সারোয়ার: বাংলা গানে অনন্য এক স্বাক্ষর 
শ্রদ্ধা-ভালোবাসায় পাপিয়া সারোয়ারকে চিরবিদায়
একসঙ্গে গানের জগতে এসেছিলাম, শুধু রয়ে গেলাম আমি: রেজওয়ানা চৌধুরী