ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে দুই বাংলার কবিতা উৎসব শুরু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

বুধবার, ০৪ মার্চ ২০২০ , ০৯:১৮ এএম


loading/img
কবিতা উৎসবের উদ্বোধন করছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে টাঙ্গাইলে সাধারণ গ্রন্থাগারের আয়োজনে তিন দিনব্যাপী পঞ্চম বাংলা কবিতা উৎসব শুরু হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার শুরু হওয়া এই উৎসবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের চার শতাধিক কবি যোগ দিয়েছেন।

সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করবেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান।

জেলা প্রশাসক সাধারণ গ্রন্থাগারের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ভারতের কবি অমৃত মাইতি, মৃণাল বসু চৌধুরী, কমল চক্রবর্তী, সুখমার বাগচি, শ্যামল ক্রান্তি দাস, শংকর চক্রবর্তী, বাংলাদেশের কবি আল মুজাহিদী, আলী ইমাম, বুলবুল খান মাহবুব, জাহিদুল হক, মাহবুব সাদিক মাকিদ হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন বিরতির পর বিকেলে দ্বিতীয় অধিবেশনে চলে দুপর্বে কবিতা পাঠ।

বিজ্ঞাপন

সন্ধ্যায় কবি সাহিত্যিকদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। চতুর্থ অধিবেশনে অরণ্য সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত কবিরা হলেন, ভারতের কবি প্রভাতকুমার মুখোপাধ্যায় পার্থসারথি গায়েন এবং বাংলাদেশের কবি জাহিদ হায়দার মুজিবুল হক কবীর।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |