ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

চবি শাটলের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

বুধবার, ০৪ মার্চ ২০২০ , ১১:৫২ এএম


loading/img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ষোলশহর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মালবাহী ওয়াগনের লোকোমাস্টার শেখ আবদুল্লাহ হিল বাকি এবং শাটল ট্রেনে থাকা পুলিশ সদস্য মিজান ও শরীফ।

বিজ্ঞাপন

জানা যায়, চবি ক্যাম্পাস থেকে শাটল ট্রেন শহরের দিকে আসছিল। এ সময় নাজিরহাটগামী একটি মালবাহী ট্রেনের সঙ্গে শাটল ট্রেনের ষোলশহর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ওই রুটে বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় চৌধুরী জানান, চবি শাটল ট্রেনের সঙ্গে রেলওয়ের মালবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে আছেন।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |