ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

রানী ভিক্টোরিয়ার ছবিসম্বলিত ৩২টি প্রাচীন মুদ্রা উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০ , ০৫:৩৪ পিএম


loading/img
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে উদ্ধারকৃত ব্রিটিশ আমলের রৌপ্যমুদ্রা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাড়িতে বিল্ডিং নির্মাণের জন্য মাটি কাটার সময় পাওয়া গেছে ১৮০০ খ্রিস্টাব্দের বিভিন্ন সময়ের সিলভার কালারের রানী ভিক্টোরিয়ার ছবিসম্বলিত ৩২টি প্রাচীন মুদ্রা

বিজ্ঞাপন

বুধবার গভীর রাতে মুদ্রাগুলো উদ্ধার করে পুলিশ

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম

বিজ্ঞাপন

তিনি জানান, প্রায় ১৫ দিন আগে উল্লাপাড়া পৌর এলাকার  চার নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া মহল্লার জনৈক বাবুল মৃধার বাড়িতে বিল্ডিং নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিলেন চার শ্রমিক খননের সময় মাটির নিচ থেকে রানী ভিক্টোরিয়ার ছবিসম্বলিত ৩২টি প্রাচীন রৌপ্যমুদ্রা বেরিয়ে আসলে শ্রমিকরা সেগুলো ভাগাভাগি করে নিয়ে যায়

পরবর্তীতে শ্রমিকরা মুদ্রাগুলো বিক্রির চেষ্টা করতে থাকলে পুলিশ বিষয়টি জানতে পারে বুধবার রাতে শ্রমিকদের কাছ থেকে ওই মুদ্রাগুলো উদ্ধার করা হয়

তিনি আরও বলেনউদ্ধারকৃত মুদ্রাগুলো রানী ভিক্টোরিয়ার ছবিসম্বলিত ১৮০০ খ্রিস্টাব্দের এগুলোর মধ্যে তিনটির গায়ে ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি ২৯টির গায়ে ওয়ান রুপি ইন্ডিয়া লেখা রয়েছে

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |