• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

টাঙ্গাইলে শিয়ালের কামড়ে ১০ শিক্ষার্থী আহত

টাঙ্গাইল প্রতিনিধি

  ১০ মার্চ ২০২০, ২০:৩৬
টাঙ্গাইল শিয়াল ১০ শিক্ষার্থী কামড়

টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যালয়ে থেকে ফেরার পথে শিয়ালের কামড়ে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার গাবসার চরাঞ্চলে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- কালিপুর গ্রামের আব্দুল হাই, জয়পুর গ্রামের আসাদুল, হাবিব, বেলালসহ চন্ডিপুর গ্রামের আরো বেশ কয়েকজন।

এরা সবাই ছোট জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই আতঙ্কিত হয়ে পড়েছে স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, সোমবার বিদ্যালয় শেষে ওই শিক্ষার্থীরা ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল। পথে তারা শিয়ালের আক্রমণের শিকার হয়। এ সময় হঠাৎ করে কয়েকটি শিয়াল শিক্ষার্থীদের হাতে ও পায়ে কামড়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই আতঙ্কিত হয়ে পড়েছে স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন বলেন, আমি এ বিষয়ে জানি না। জেনে বলতে পারবো।
পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-ছেলেসহ একদিনেই সড়কে ঝরল ২০ প্রাণ
টাঙ্গাইলে বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল ৪ জনের
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজিচালকসহ নিহত ২
এক কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক