ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শিশুকে হত্যার দায়ে চাচির যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

রোববার, ১৫ মার্চ ২০২০ , ০৪:০৯ পিএম


loading/img
ছবি: প্রতীকী

কুষ্টিয়ায় ৩ মাসের শিশুকে হত্যার দায়ে চাচি শাপলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টায় আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আসামি শাপলা রানী কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দাশ পাড়ার বিশু কুমার দাসের স্ত্রী ও নিহত শিশু মুক্তা রানী দাসের চাচাতো চাচী।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌশলী অনুপ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৯ সালের ২২ জানুয়ারি মা আল্লাদী দাস মুক্তাকে ঘুম পাড়িয়ে তার ভাইয়ের বাড়িতে গেলে চাচাতো চাচী শাপলা মুক্তাকে তুলে নিয়ে যায় এবং সন্ধ্যার দিকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পিছনে টিউবওয়েলের পাশে ফেলে রাখে। পরে মুক্তার বাবা মা মুক্তাকে খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে বাড়ির পেছন থেকে মুক্তার মরদেহ উদ্ধার করেন।

এই ঘটনায় মুক্তার দাদা সুনিল কুমার দাস বাদী হয়ে ২০১৯ সালের ২৩ জানুয়ারি কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সন্দেহভাজন হিসেবে শাপলা রানীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শাপলা রানী হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দেন।

এ মামলায় দীর্ঘ শুনানি শেষে শাপলার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন। আসামি শাপলার ছোট দুটি সন্তান থাকায় বিশেষ বিবেচনায় তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বিজ্ঞাপন

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |