• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

করোনাভাইরাস : হবিগঞ্জে মাইক নিয়ে প্রচারণায় ডিসি

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০২০, ২০:২০
করোনাভাইরাস : হবিগঞ্জে মাইক নিয়ে প্রচারণায় ডিসি

করোনা আতঙ্কে যখন বিশ্ব স্তব্ধ, তখন নিজেই মাইক নিয়ে প্রচারণায় নামলেন হবিগঞ্জের জেলা প্রশাসক। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে তিনি সদর হাসপাতালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচারণা চালান। এসময় তিনি মাইকিং করে জনসচেতনতামূলক কথা বলেন। পথচারী ব্যবসায়ীসহ মানুষের হাতে তুলে দেন লিফলেট।

হাসপাতালে রোগীর সঙ্গে একজনের বেশি মানুষ না থাকার অনুরোধ জানিয়ে তিনি অতিরিক্ত মানুষকে হাসপাতাল ত্যাগের নির্দেশ দেন। একইসঙ্গে কোথাও অধিক মানুষের জটলা সৃষ্টি না করার জন্যও তিনি অনুরোধ জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জেলায় মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে ছিল নয়জন। কিন্তু বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২৩ জন। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত