করোনা ভাইরাসের প্রসার রুখতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় নৌপথের সব ধরণের নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলিকে বিশেষ ব্যবস্থায় পার করা হচ্ছে বলে জানান, সংস্থাটির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল।
তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধ জনিত কারণে সরকারী নির্দেশনায় আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২ টায় নৌপথের সকল ধরণের নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফেরিঘাট এলাকা লক ডাউন থাকবে বলে জানান তিনি।
জিএ