ম্যাজিস্ট্রেট দেখে হাট ভেঙে দৌড়
করোনাভাইরাস প্রতিরোধে গোপালগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালিয়ে একটি হাট ছত্রভঙ্গ করেছে।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জ শহরের বড়বাজার হাটটি ছত্রভঙ্গ করেন তারা।
সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে সাপ্তাহিক হাট বসতে শুরু করে বড়বাজারে। এ হাটে প্রচুর দোকানপাট বসে ও অসংখ্য মানুষের সমাগম ঘটে।
বিকেলে এ হাটে পুরোদমে কেনা-বেচা শুরু হবে। এ খবর পেয়ে তারা সেখানে উপস্থিত হয়ে অভিযান চালায়। তারা মুহূর্তের মধ্যে দোকানিদের হাট থেকে দোকানপাট তুলে নেয়ার কঠোর নির্দেশ দেয়।
তাদের নির্দেশে হাটের ব্যবসায়ীরা অস্থায়ী দোকান তুলে নেন। হাটে আগত ক্রেতারা দ্রুত হাট ত্যাগ করেন।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ব্যতীত সকল দোকান-পাট আগামী চার এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।
অভিযান শুরুর ১৫ মিনিটের মধ্যে হাট ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মাইকে করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক প্রচারণা চালান তারা।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ম্যাজিস্ট্রেট ও সেনা সদস্যরা গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উলপুর, করপাড়া, কংশুর, বৌলতলী, গান্ধিয়াশুর, সাতপাড় বাজারে টহল দেয় এবং ওই সকল এলাকার হাট বন্ধ করে দেয়।
জেবি
মন্তব্য করুন