• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

পুলিশের সোর্সকে ছুরিকাঘাতে হত্যা

টঙ্গী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০২০, ০৯:১৯
গাজীপুর ছুরিকাঘাত নিহত
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এক সোর্স নিহত হয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আউচপাড়া এলাকায় ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৩০) তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বনগাঁও গ্রামের আবু হারেসের ছেলে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, নজরুল পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। পূর্ব শত্রুতার জেরে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সন্ধ্যায় নজরুল আাউচপাড়া এলাকায় এলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

নিহত নজরুল গাজীপুরের বোর্ড বাজার এলাকায় জনৈক হাবিবুর রহমানের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত
গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথি
প্রকাশ্যে ক্রাইম পেট্রোল অভিনেতাকে ছুরিকাঘাত
গাজীপুরের রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ