• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

করোনা আক্রান্ত নারীকে গোসল করিয়ে ২৫ জন হোম কোয়ারেন্টিনে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ এপ্রিল ২০২০, ১২:৩৬
হোম কোয়ারেন্টিন নারায়ণগঞ্জ
প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নারীকে গোসল করানোর ঘটনায় একটি বাড়ির নয়টি পরিবারের ২৫ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় কাউন্সিলর ও পুলিশ ওই বাড়িতে গিয়ে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপরাশেন) রুবেল হাওলাদার বলেন, স্থানীয় কাউন্সিলরকে নিয়ে পুলিশ একটি বাড়িতে যায়।

ওই বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ নিশ্চিত হয়, এই বাড়ির একজন নারী বন্দর এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নারীকে গোসল করিয়েছেন। ফলে ওই বাড়ির ২৫ জন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

স্থানীয় কাউন্সিলর বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নারীকে গোসল করানো নারী বাড়ির অন্যদের সঙ্গে মেলামেশা করেছেন। তাই তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আপাতত ওই নারীর বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তাদের প্রয়োজনীয় সবকিছু পৌঁছে দেবেন স্থানীয় কাউন্সিলর।

তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নারীকে গোসল করিয়েছেন, এমন তিনজনের তথ্য আমরা পেয়েছি।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে গেল রোববার বন্দর উপজেলার রসুলবাগ এলাকায় ৪৫ বছর বয়সী এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু স্বজনরা তাকে বাড়িতে ফেরত নিয়ে যান। অবস্থার আরও অবনতি হলে ওই নারীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠায়। ওই নারীর মরদেহ স্বজনেরা কবরস্থানে দাফন করেন। পরে আইইডিসিআরে পাঠায়। ওই নারীর মরদেহ স্বজনেরা স্থানীয় কবরস্থানে দাফন করেন। পরে আইইডিসিআরের পরীক্ষায় মৃত নারীর করোনাভাইরাস পজিটিভি পাওয়া যায়। জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে গেল বৃহস্পতিবার রাতে রসুলবাগ এলাকা ‘লকডাউন’ ঘোষণা করে উপজেলা প্রশাসন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অফিস শেষে বাড়ি ফেরা হলোনা হাবিপ্রবি ল্যাব টেকনিশিয়ানের
ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে প্রাণ গেল যাত্রীর 
চার ঘণ্টা পর নারায়ণগঞ্জে টিস্যু গুদামের আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট