ঢাকা

ধামইরহাটে ভিজিএফ’র চাল উদ্ধার, মৎস্যজীবীর কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

বুধবার, ২৯ এপ্রিল ২০২০ , ০৭:১২ পিএম


loading/img
নওগাঁ

নওগাঁ ধামইরহাটে ভিজিএফের ৬ বস্তা চাল উদ্ধারের ঘটনায় এক মৎস্যজীবীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪নং উমার ইউনিয়নের অন্তর্গত বিহারীনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. উমর ফারুকের (৩৬) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৫ বস্তা ভিজিএফ এবং ১ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান ওমর ফারুক তার পুকুরে মৎস্য চাষ করে। হয়তো চালগুলো মাছের খাদ্য হিসেবে রাখতে পারে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া বলেন, সরকারি চাল অবৈধভাবে মজুত রাখার দায়ে ওই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |