• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার ব্যবস্থা করবে সরকার: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ মে ২০২০, ১৫:৩২
কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার ব্যবস্থা করবে সরকার: কৃষিমন্ত্রী
টাঙ্গাইলে কৃষকদের মাঝে ধান কাটার জন্য হারভেস্টার মেশিন বিতরণ করেন কৃষিমন্ত্রী। ছবি: আরটিভি অনলাইন

কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান, তার ব্যবস্থা সরকার করবে। কারণ বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আর প্রতিটি দুর্যোগে শেখ হাসিনার সরকার কৃষকের পাশে থেকেছে। এবারও থাকবে।

আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এসব কথা কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

এ সময়ে তিনি বলেন, করোনার কারণে এখন পর্যাপ্ত শ্রমিক পাচ্ছে না কৃষক। তাই যাতে কৃষকের উৎপাদিত ফসল নষ্ট না হয়, সেই জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেয়া হচ্ছে। আগামীতে এই মেশিনের পরিমাণ আরও বাড়ানো হবে।

কৃষিমন্ত্রী আরও বলেন, করোনা দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে তাদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত সকল ফসলের ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা করবে সরকার।

মধুপুর উপজেলা মিলনায়তনে ইউএনও আরিফা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
সরিষার হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
আখাউড়ায় বিএনপির পৌর কৃষক দলের নতুন কমিটির আনন্দ মিছিল
সাঁথিয়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে লাভবান কৃষক