ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

শরীয়তপুরে ত্রাণের কার্ড নিয়ে দ্বন্দ্ব, পিটিয়ে হত্যা ১

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

শুক্রবার, ০৮ মে ২০২০ , ০৪:২৩ পিএম


loading/img
শরীয়তপুর

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ত্রাণের কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে বিল্লাল বেপারি (৪২) নামে এক ব্যক্তিকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের বিনোটিয়া গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল ওই এলাকার মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে ইদিলপুর ইউনিয়নে ত্রাণ সংগ্রহের জন্য কার্ড বিতরণ করা হয়। ইদিলপুর ইউনিয়নের বিনোটিয়া গ্ৰামে স্থানীয় একাব্বর বেপারীর ছেলে কাদের বেপারী একটি ত্রাণের কার্ড পায়। কার্ড দেওয়া না দেওয়া নিয়ে কাদের ব্যাপারীর সঙ্গে বিল্লালের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় বিল্লালকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে অভিযুক্তরা।

বিজ্ঞাপন

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই ওসি।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |