হবিগঞ্জের লাখাইয়ে ঘরের চালায় নারিকেল পড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় আজ রোববার পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত যুবক ওই উপজেলার সাতাউক গ্রামের বাবুল মিয়ার ছেলে সফিল মিয়া।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘরের চালায় নারিকেল পড়া নিয়ে সাতাউক গ্রামের ধনু মিয়া এবং জানু মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় তাদের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সফিল মিয়াকে (৩২) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এজে