ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজধানীর তুরাগ এলাকা থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১২ মে ২০২০ , ০৩:০৫ পিএম


loading/img
ছবি সংগৃহীত

গাজীপুর সিটি করপোশনের কোনাবাড়ী সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনের মরদেহ রাজধানীর তুরাগ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে।

বিজ্ঞাপন

গাজীপুর সিটি করপোরেশনের সিইও আমিনুল ইসলাম আরটিভিকে জানান, প্রকৌশলী দেলোয়ার হোসেন গতকাল সকালে ঢাকার মিরপুরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে তিনি অপহরণের শিকার হয়েছেন বলে দাবি করা হয়।

বিষয়টি গাজীপুর সিটি করপোরেশনের মেয়রকে অবহিত করা হলে গতকালই তিনি সংশ্লিষ্ট থানায় জানিয়ে রাখেন।

বিজ্ঞাপন

আজ সকালে রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় প্রকৌশলী দেলোয়ার হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে  তুরাগ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |